ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে দূর পাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে। অব্শ্য দ্বিগুণ ভাড়াতে মহানগরীতে বাস চলাচল করছে।
এদিকে, চলমান পরিবহন ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি নামে পরিবহন মালিকদের সংগঠনের নেতারা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বাস চালানোর কথা জানায়।
সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, সকাল থেকে আমাদের সমিতির অধীন যে বাসগুলো আছে তা চট্টগ্রাম মহানগরীতে চলাচল করছে। যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে দিকে লক্ষ্য রেখে আমরা সিটি এলাকায় বাস চালু করেছি।
আজ (রোববার) চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, কাজির দেউড়ী এলাকা ঘুরে দেখা গেছে বাস চলাচল করছে। পাশাপাশি টেম্পুসহ অন্যান্য গণপরিবহনও চলাচল করতে দেখা গেছে। বাস চলাচলের ফলে নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে।