গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি ২ হাজার টাকা

0
29
গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি ২ হাজার টাকা
গুচ্ছভর্তির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি ২ হাজার টাকা

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষার ফলের পুনর্নিরীক্ষণের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আবেদন করতে হবে আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) গুচ্ছভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আগামী রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের দুই হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারীরা টাকা ফেরত পাবেন।

নির্দেশনা বলা হয়েছে, ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে দুই হাজার টাকা। তবে ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী টাকা ফেরত পাবেন। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় গত ২০ অক্টোবর, ‘বি’ ইউনিটে ২৬ অক্টোবর আর ‘সি’ ইউনিটের ৪ নভেম্বর।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রকাশিত ফলাফলের নানা অসংগতির অভিযোগ তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যমে