আসিফ আলির বিধ্বংসী ব্যাটিংয়ে জয়লাভ পাকিস্তানের

0
49
আসিফ আলির বিধ্বংসী ব্যাটিংয়ে জয়লাভ পাকিস্তানের
আসিফ আলির বিধ্বংসী ব্যাটিংয়ে জয়লাভ পাকিস্তানের

আসিফ আলির বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে জয় নিশ্চিত করে পাকিস্তান। ১৮তম ওভারের শেষ বলে নিশ্চিত একটি সিঙ্গেল নিতে পারতেন শাদাব খান। কিন্তু তাকে ফিরিয়ে দেন আসিফ আলী। তাতে রানআউট হওয়ার দশা হয় শাদাবের। কিন্তু কেন তাকে ফিরিয়ে দিয়েছিলেন তা পরের ওভারেই বুঝিয়ে দেন আসিফ। চারটি ছক্কা মেরে সে ওভারেই ম্যাচ শেষ করে দেন তিনি।

শেষ দুই ওভারে তাদের দরকার ছিল ২৪ রান। কারিম জিনাতের করা ১৯তম ওভারে চার ছক্কা হাঁকিয়ে খেলা ওই ওভারেই শেষ করে দেন আসিফ আলি। মাত্র ৭ বলে ২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের করে নেন তিনি। ৬ বল আগে জয় পায় তার দল।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ১৩ রান তুলতেই ফিরে যান দলটির দুই ওপেনার। এরপর বেশ কয়েকটি উইকেটও দ্রুত হারায় তারা। তবে শেষদিকে ব্যাট হাতে আফগানদের কান্ডারি হন অধিনায়ক নবী ও গুলবাদিন নাইব।

৩২ বলে ৩৫ রান করে নবী ও ২৫ বলে ৩৫ রান করে নাইব অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে তারা। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নেন ইমাদ ওয়াসিম।
আফগানদের জবাব দিতে নেমে শুরুতে বেশ বিপাকে পড়ে পাকিস্তানও। ১০ বলে ৮ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান। তবে ফিফটি তুলে নেন বাবর আজম। ৪৭ বলে ৫১ রান করে রশিদ খানের বলে বোল্ড হন তিনি। ২৫ বলে ৩০ রান আসে ফখর জামানের ব্যাট থেকে।

এরপর অবশ্য দ্রুতই মোহাম্মদ হাফিজ ও এরপর শোয়েব মালিক ফিরলে শঙ্কা জাগে তাদের হেরে যাওয়ার। কিন্তু কারিম জিনাতের এক ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে সেসব ধুলোয় উড়িয়ে দেন আসিফ আলি। টানা তিন জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত পাকিস্তানের।