অভিযানে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার

0
35
অভিযানে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার
অভিযানে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার

রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে আজ শনিবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ সময় পাচার চক্রের সঙ্গে জড়িত ১০-১২ জন পাচারকারীকেও আটক করা হয়েছে এবং অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।