করোনাভাইরাসের টিকা উৎপাদন করবে এএফসি এগ্রো

0
41
করোনা টিকা উৎপাদন করবে এএফসি এগ্রো
করোনা টিকা উৎপাদন করবে এএফসি এগ্রো

মহামারি করোনাভাইরাসের টিকা বাণিজ্যিকভাবে উৎপাদন ও সরবরাহ করবে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। টিকা উৎপাদনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানকে নিয়ে যৌথভাবে কাজ করবে এএফসি এগ্রো।

করোনাভাইরাসের টিকা উৎপাদনে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ রিসার্চ ল্যাবরেটরিটির সঙ্গে বাংলাদেশের এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, মার্কিন যুক্তরাষ্ট্রের জেএনডি বায়োটেক এবং ইমাজেন্ট বায়োটেকের সঙ্গে জৈবপ্রযুক্তি গবেষণা সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বায়োটেক কোম্পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরীর গবেষণা এবং এএফসি এগ্রো বায়োটেক বাণিজ্যিকভাবে উৎপাদন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যাক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহম্মেদ এবং এএফসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এ এস এম সাইফুর রহমানের উপস্হিতিতে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সরোয়ার হোসেন ।