এবার টেলিভিশন সাংবাদিকদের প্রেসবক্সে বসে খেলা কাভার করার সুযোগ দেয়নি আইসিসির ভারতীয় মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকার। প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনিও।
বাংলাদেশ ও স্কটল্যান্ড দল ওমান থেকে দুবাই আসার পথে বিমানবন্দরে অব্যবস্থাপনা। প্রশ্নবিদ্ধ আইসিসির বায়ো সিকিউরিটি ইনভাইরনমেন্ট’ বা ‘জৈব-সুরক্ষা পরিবেশ’।
বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এবার আইসিসি ও বিসিসিআইয়ের বিরূপ আচরণের শিকার বাংলাদেশ থেকে আসা ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কাভার করতে পারেননি ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিক। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় স্টেডিয়ামের বাইরে। এ বিষয়ে প্রশ্ন করা হয় আইসিসির মিডিয়া ম্যানেজার কেতাকি গোলাতকারকে।
কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। অথচ ওমানে বিশ্বকাপের প্রথম পর্বে অস্থায়ী প্রেস বক্সেও জায়গা হয়েছিল স্বাগতিক ওমানসহ বাংলাদেশ ও স্কটল্যান্ডের গণমাধ্যমকর্মীদের।