আজ আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী

0
27
আজ আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী
আজ আইয়ুব বাচ্চুর ৩য় মৃত্যুবার্ষিকী

আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর পরপারে পাড়ি জমালেন। সঙ্গীত জগতে তার বিচরণ শুরু ১৯৭৮ সালে। ফিলিংস ব্যান্ডের হয়ে। তার কণ্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। এরপর যোগ দেন সোলসে। পুরো এক দশক এই ব্যান্ডের সঙ্গেই যুক্ত ছিলেন বাচ্চু। এর মধ্যে প্রকাশিত হয় তার দুটি একক অ্যালবাম।

১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ (১৯৮৬)। এটা সত্য যে তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর এই প্রথম অ্যালবামটি সাড়া ফেলতে পারেনি। তবে দমে যাননি বাচ্চু। পরের অ্যালবামেই বাজিমাত করেন তিনি। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ (১৯৮৮)। এটি ব্যাপক সাড়া ফেললে বাচ্চুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

১৯৯১ সালে বাচ্চু এলআরবি ব্যান্ড গঠন করেন। প্রথমে এলআরবির পূর্ণ অর্থ ছিল লিটল রবিনস ব্যান্ড। পরে এই নাম বদলে করা হয় লাভ রানস ব্লাইন্ড। এই ব্যান্ডের সাথে তার প্রথম ব্যান্ড অ্যালবাম ‘এলআরবি’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এটি বাংলাদেশের প্রথম দ্বৈত অ্যালবাম। এই অ্যালবামের ‘শেষ চিঠি কেমন এমন চিঠি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে।

১৯৯৩ সালে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম সুখ। ‘সুখ’, ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘গতকাল রাতে’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বলতে গেলে সুখ অ্যালবামের ‘চলো বদলে যাই’ গানটি গত দুই যুগ ধরেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এবি নিজেই।

কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে রবিবার (১৮ অক্টোবর)। আইয়ুব বাচ্চুর প্রতি প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি পালন করছে তার ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় সংগীত ব্যান্ড এলআরবি’র (লাভ রানস ব্লাইন্ড) প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি এবি নামেই বেশি পরিচিত।

১৯৭৮ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড “ফিলিংস”-এ যোগ দেয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ‘সোলস’ ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল এলআরবি।

মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি’র মূল কন্ঠশিল্পী ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু।