চট্টগ্রাম নগরীর বায়েজিদে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

0
42
জুরাইন এলাকায় বিস্ফোরণ ৫ জন দগ্ধ
জুরাইন এলাকায় বিস্ফোরণ ৫ জন দগ্ধ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো দু’জন। বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. ফারুক। দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুজন হলেন আবুল কালাম ও মো. ফোরকান। তারা মেস বাসায় থাকতেন। 

রোববার নগরীর বায়েজীদ বোস্তামি থানা এলাকায় এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েজীদ বোস্তামি থানাধীন একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও দু’জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।