দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে আইপিএলে টসে জিতে শুরুতে ধোনির চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছেন কেকেআর ক্যাপ্টেন মর্গ্যান নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান তোলে ধোনির সিএসকে।
ফাইনালে কেকেআরকে ১৯৩ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই। রান তাড়া করতে নেমে নাইটদের ওপেনিং জুটি ভালো শুরু করলেও ধোনির চেন্নাইয়ের কাছে অবশেষে হার মানতে হল কেকেআরকে। দশমীর রাতে ট্রফি জুটল না নাইটদের কপালে।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১০বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস এবং এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৫বার শিরোপা জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ নিয়ে ফাইনালে উঠে প্রথম হারলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে দু’বার ফাইনালে উঠেছিল তারা। দু’বারই হয়েছিল চ্যাম্পিয়ন। এবারই হারলো তারা।
১৯৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রানে আটকে যায় বেগুনি শিবির। ২৭ রানে দুবাইতে ফাইনাল ম্যাচ জিতে চার বার চেন্নাই শিবিরে ট্রফি তুলল ধোনির ইয়েলোব্রিগেড।