চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

0
44
চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকায় একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে মোস্তফা সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটেছে।

ওই এলাকার নতুন বাজারের ব্যবসায়ি সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)। তবে এটি ডাকাতি না পরিকল্পিত খুন তা এখনো জানা যায়নি।

ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ওই পরিবারের বড় ছেলেকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।