রোহিঙ্গাদের আনন্দ মিছিল

0
47
রোহিঙ্গাদের আনন্দ মিছিল
রোহিঙ্গাদের আনন্দ মিছিল

ভাসানচরে জাতিসংঘ যুক্ত হওয়ায় রোহিঙ্গাদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের গতকাল শনিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ ঘটনায় আনন্দ মিছিল করেছেন তাঁরা।

আজ রবিবার ভাসানচরে বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত জাতিসংঘের স্বীকৃতি উদযাপনে রোহিঙ্গাক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে একটি আনন্দ মিছিলের আয়োজন করে।

এসময় তারা WELCOME UN, WELCOME UNHCR, THANK YOU UN, WE ARE HAPPY AT BHASAN CHAR 2021 এমন স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।

মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে চার বছর আগে ঘরবাড়ি ছেড়ে আসা রোহিঙ্গাদের নিজেদের ভূমিতে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। তবে সে পর্যন্ত তাঁরা যাতে কিছুটা স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে, সে কারণে নোয়াখালীর ভাসানচরে তাদের জন্য নতুন ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা তৈরি করেছে সরকার। কক্সবাজারের জনাকীর্ণ আশ্রয়শিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে সেখানে সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, ভাসানচরে তাদের খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, চিকিৎসা, মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘ। এ ছাড়া ভাসানচরে তাদের বসবাসের কারণে পার্শ্ববর্তী স্থানীয় এলাকা ও জনগণের ওপর যদি প্রভাব পড়ে, তা নিরসনে জাতিসংঘের সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানায় বিশ্ব সংস্থাটি।