আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ ৬-১ গোলের জয় পেয়েছে। মায়োর্কার বিপক্ষে জয়ে গোল উৎসব করেছে রিয়াল। ফুটবল লিগ লা লিগায় মায়োর্কাকে গোল বন্যায় ভাসিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (২২ সেপ্টেম্বর) মার্কো অ্যাসেনসিওর হ্যাটট্রিক, করিম বেনজেমার জোড়া আর ইসকো করছেন এক গোল।
ঘরের মাঠ বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রিয়াল মাদ্রিদ। ৩ মিনিটে মায়োর্কার জালে গোল উৎসবের সূচনা করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজামা।
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ তারকা অ্যাসেনসিও। ২৫ মিনিটে মায়োর্কার হয়ে লি কাং-ইন একটি গোল শোধ দিলেও আর ব্যবধান কমাতে পারেনি।
চার মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করেন অ্যাসেনসিও। বিরতি থেকে ফেরার দশ মিনিটের মধ্যে ২৫ বছর বয়সী তুলে নেন হ্যাটট্রিক।
অন্যদিকে ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল আদায় করেন বেনজামা।
৮৬ মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার ইসকো ষষ্ঠ গোলটি তুলে নেন নেন। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দে মাতে রিয়াল।
১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বার্সেলোনা।