ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান নাসরিনের মুক্তিতে মানববন্ধন

0
54
ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান নাসরিনের মুক্তিতে মানববন্ধন
ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান নাসরিনের মুক্তিতে মানববন্ধন

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশে ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিইসিএমএ)। সংগঠনের নেতারা  বলছেন, গ্রাহক ইভ্যালিকে সময় দিলে প্রশাসন কেন দেবে না?

আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রাসেল ভাইয়ের নিঃশর্ত মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

মানববন্ধনে বিইসিএমএ’র নেতৃবৃন্দ বলেন, গ্রাহক-সেলাররা প্রতিষ্ঠানকে সময় দিলে প্রশাসন কেন দেবে না? আমরা চাই প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রাসেলের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।