মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও আরো ৩৮ জনের মৃত্যু। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১৪৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৭ জনের শরীরে।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮০৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।
এর আগে বৃহস্পতিবার করোনা ভাইরাসে ৫১, বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১, রোববার ৫১ ও শনিবার ৪৮ জনের মৃত্যু হয়।
গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।
বিভাগভিত্তিক বিশ্লেষণেঃ
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।
নারী ও পুরুষের হিসাবেঃ
মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ ও নারী ২৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ এবং বেসরকারি হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।
বয়সভিত্তিক বিশ্লেষণেঃ
মৃত ৩৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব নয়জন, আশির্ধ্ব দুইজন, নব্বইয়ের বেশি বয়সে একজন এবং ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।