৫ অক্টোবর ঢাবির সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ

0
49
৫ অক্টোবর ঢাবির সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ
৫ অক্টোবর ঢাবির সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর ঢাবির স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রভোস্টদের সুপারিশ অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে ঢাবির শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হল খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের আবাসিক হলে উঠতে দেওয়ার ব্যাপারে শর্ত রেখে এ সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, অন্তত এক ডোজ টিকা নেয়া শর্তে আগামী ৫ অক্টোবর অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করেছে কমিটি। 

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হয় হলে প্রবেশ করা যাবে না। টিকা নেওয়ার ডকুমেন্টও দেখাতে হবে। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।