উত্তরাঞ্চল দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। তেলবাহী ট্রেনের বিকল ইঞ্জিনটি মেরামতের কাজ চলছে। কাজ সম্পন্ন হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।