জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘THANK YOU PM’ ক্যাম্পেইন আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যার জন্মদিন।
রোববার (৫ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম এই রাজনৈতিক সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রাজনৈতিক দলটির পক্ষ থেকে দেশের সব জেলার সাধারণ মানুষদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা (ভিডিও) আহ্বান করেছে সংগঠনটি।
শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু:
গত ১৩ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ নিজ নিজ এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়ে ভিডিও চিত্রধারণ যে কেউ পাঠাতে পারবেন।
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি পাঠাতে হবে। ভিডিও পাঠানোর ঠিকানা: opinion@albd.org
ভিডিও পাঠানোর নিয়মঃ
১.ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে।
২.কোনো প্রকারের এডিট ছাড়া মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হয়েছে।
৩.প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন।
৪.গুগল ড্রাইভ/ওয়ান ড্রাইভ- এর লিংক ‘শেয়ার্যাবল’ বা ‘ওপেন’ বা ‘এনিওয়ান কেন গেট একসেসে’ এই অপশনগুলো ‘এনেবল’ করে পাঠাতে হবে এবং
৫.অবশ্যই ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে ভিডিওটি শেষ করতে হবে।