বিশ্বব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ২৫ টির বেশি উন্নয়ন প্রকল্পে ৫৩০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠানটি। এর বেশির ভাগই অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
কিন্তু এবার আফগানিস্তানে সহায়তা বন্ধ করে দিল বিশ্বব্যাংক। তালেবানের ক্ষমতা দখল এবং নারীদের অধিকার নিয়ে শঙ্কার কারণে আফগানিস্তানে সাহায্য দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। বার্তা সংস্থা এএফপিকে বিশ্বব্যাংকের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন।
ওই মুখপাত্র জানান, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসায় বিশ্বব্যাংক গভীর শঙ্কা প্রকাশ করছে। আমরা আমাদের সাহায্য দেওয়ার কার্যক্রম স্থগিত করেছি।