টানা ১৯ দিন পর শতভাগ যাত্রী নিয়ে গতকাল মধ্যরাত থেকে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)৷
একইসঙ্গে করোনাকালে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিআইডাব্লিউটিএর ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।
অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডাব্লিউটিএ’র ২৩ এপ্রিল জারি করা আদেশ আজ বুধবার থেকে পুনরায় কার্যকর হয়েছে।