
বুধবার (১১ আগস্ট) থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিথিল করা হয়েছে কঠোর কঠোর বিধিনিষেধ। আজ সোমবার (৯ আগস্ট) ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে নতুন একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকের লেনদেন। খোলা থাকবে ব্যাংকের সব শাখা ও অফিস। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত।
সার্কুলারে আরও বলা হয়েছে, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, আগামী বুধবার থেকে তার কোনোটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।