দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস

0
41
দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস
দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস

অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের পরবর্তী প্রথম একশ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস। সবার অপেক্ষা ছিল কে দখল করবেন উসাইন বোল্টের ছেড়ে যাওয়া আসন। অবশেষে অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলেট লেমন্ত মার্সেল জ্যাকবস। ১০০ মিটার দৌড়ে তিনি সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড।

১৭ বছর পর ঘটলো এমন ঘটনা। আলাদা করে ফেভারিট কেউ না হলেও, কানাডার আন্দ্রে দি গ্রেসি কিছুটা চেনা রিওতে ব্রোঞ্জ জেতায়।

রেস শুরুর আগেই ছিটকে গেলেন ঝার্নেল হিউজ। ফলস স্টার্টে কপাল পুড়েছে যুক্তরাজ্যের সেরা স্প্রিন্টারের।

কিন্তু তাতে ইভেন্টের মাহাত্ম্য কমেনি এতটুকুও। কমতে দেননি জ্যাকবস, ফ্রেড কার্লি, আন্দ্রে দে গ্রেসিরা।

শ্বাসরূদ্ধকর দশ সেকেন্ডেরও কম সময়।

সবাইকে চমকে বিশ্বের দ্রুততম মানব ইতালির লেমন মার্সে জ্যাকবস। সময় নিলেন ৯ দশমিক আট শূন্য সেকেন্ড। জীবনের সেরা দৌড়ের জন্য সেরা মঞ্চকে বেছে নিলেন জেকবস।

তিন দশক পর কোন ইউরোপিয়ানের গলায় উঠলো এই ইভেন্টের স্বর্ণ। তবে রিওতে উসাইন বোল্টের শ্রেষ্ঠত্বের চেয়েও দশমিক শূন্য এক সেকেন্ড সময় কম নিয়েছেন এ স্প্রিন্টার।

দশমিক শূণ্য চার সেকন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি। তৃতীয় কানডার আন্দ্রে ডি গ্রেসি। তিনি সময় নিয়েছেন নয় দশমিক আট নয় সেকেন্ড।