
মহামারি করোনা ভাইরাসে দেশে একদিনে মৃত্যু আবার বাড়ল। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১৮ জন মারা গেছেন। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এছাড়া একই সময়ে আরো ৯ হাজার ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০. ২৪ শতাংশ। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাস নিয়ে শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৬ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭ জনসহ মোট সুস্থ হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। সুস্থতার হার ৮৬.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রংপুরে ১৬ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রাজশাহীতে ২২ জন এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।
এর আগে, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।