নিয়ম ভাঙায় গুগলকে গুণতে হল তিন মিলিয়ন রুবল বা ৪১ হাজার ডলার জরিমানা। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় বৃহস্পতিবার সার্চ ইঞ্জিন গুগলকে এই জরিমানা করেন রাশিয়ার এক আদালত। দেশটিতে এ ধরনের অপরাধে গুগলকে জরিমানার ঘটনা এই প্রথম। জরিমানার বিষয়টি গুগল নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।
এর আগে রাশিয়ায় আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকে জরিমানা করার ঘটনা ঘটেছে।
দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক কর্মকর্তা রস্কোমনাজর গত মাসে বলেছিলেন, অ্যালফাবেট ইনকরপোরেশনের অধিভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলকে ছয় মিলিয়ন রুবল জরিমানা করা হতে পারে। রাশিয়ায় গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার ভূখণ্ডের মধ্যে ডেটাবেইসে সংরক্ষণ না করায় এই জরিমানা হবে।
এর আগে নিষিদ্ধ কনটেন্ট মুছে না ফেলায় রাশিয়ায় গুগলকে জরিমানা করা হয়েছিল। ক্রেমলিনপন্থী ব্যক্তিত্ব ও কয়েকটি গণমাধ্যমের ইউটিউব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া নিয়ে দেশটির সরকারের সঙ্গে গুগলের বিরোধ চলছিল।