ঈদুল আজহার প্রথম দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ৩ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাটে ছোট গাড়ি, বাস নেই বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, ঈদযাত্রায় দক্ষিণ অঞ্চলের যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নৌপথ পারাপার করা হয়েছে।
তিনি আরও জানান, নৌপথে ১৬ ফেরি মধ্যে ১৫টি চলাচল করছে। তবে ঘাট এলাকায় ৩ শতাধিক পন্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে।