আজ আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

0
27
আজ আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
আজ আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ বাংলাদেশে   আসছে।  দুটি উড়োজাহাজে ১০ লাখ করে টিকার চালান আসবে। শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার চীন থেকে ২ মিলিয়ন ডোজ টিকা আসবে। দুটি উড়োজাহাজে করে টিকাগুলো আসবে। এগুলো উপহারের নয়, বাংলাদেশ সরকারের কেনা টিকা।’ 

এদিকে শুক্রবার সন্ধ্যায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তার ভেরিফায়েড ফেসবুকে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে ১০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

হুয়ালং ইয়ান লেখেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের জন্য চায়না উপহার হিসেবে এক মিলিয়ন ডোজ টিকা দেবে।

এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিল দেশটি।