দেশের জার্সিতে ২৮ বছর পর অভিশাপ থেকে মুক্তি মেসির আর্জেন্টিনা

0
25
দেশের জার্সিতে ২৮ বছর পর অভিশাপ থেকে মুক্তি মেসির আর্জেন্টিনা
দেশের জার্সিতে ২৮ বছর পর অভিশাপ থেকে মুক্তি মেসির আর্জেন্টিনা

অপেক্ষার প্রহর কাটিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা নিজেদের ঘরে তুলে নিলেন আর্জেন্টাইনরা। এ যেন  লিওনেল মেসির অভিশাপ থেকে মুক্তি।  রবিবার মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে  ব্রাজিলকে হারিয়ে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে  কোপা কোপা জয় আর্জেন্টিনার।

বিশ্বকাপের পর পরপর দু’বার কোপার ফাইনালে উঠেও হারতে হয়েছিল মেসির টিমকে । চোখের জলে মাঠ  ছেড়েছিলেন তিনি। অভিমানে বলেছিলেন আর দেশের হয়ে তিনি খেলবেন না। কিন্তু আজ মেসি হাসছেন। তাঁর দেশকে কোনও ট্রফি জেতানোর বহু বছরের স্বপ্ন স্বার্থক হলো রিও ডি জেনেইরোতে।    

ম্যাচের শুরু থেকেই দু’দলই মাঝমাঠ দখল করার চেষ্টা করে। ২২ মিনিটে ডি মারিয়া গোল করে দলকে এগিয়ে দেয়।  রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি। সেই বল ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গোল করতে ভুল করেননি পিএসজি তাড়কা ডি মারিয়া। ৩৪ মিনিটের মাথায় গোল বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল ব্রাজিল। তবে আর্জেন্টিনার মানব প্রাচীরে ধাক্কা খেয়ে ফেরে নেইমার শট। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। গোলে দুটো শটও নিয়েছিল তারা। কিন্তু গোল করতে ব্যর্থ হয়।  

৫২ মিনিটের মাথায় গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। রিচার্লিসনের শট জালে জড়িয়ে যায়। তবে অফ সাইড ছিলেন তিনি। বাতিল হয়ে যায় সেই গোল। ২ মিনিটের মধ্যে ফের আক্রমণে উঠে আসে ব্রাজিল। ফের সুযোগ পান রিচার্লিসন। চাপ বাড়তে থাকে আর্জেন্টিনার। বক্সের মধ্যে এক বার পড়ে যান নেইমার। তবে পেনাল্টি দেননি রেফারি। 

 ফ্রি কিক পেয়েছে, কর্নার পেয়েছে, মাঠে আসা কিছু দর্শকের উৎসাহ পেয়েছে কিন্তু গোল করতে পারেননি নেমাররা।

অবশেষে শেষ বাঁশি, এল সেই মাহেন্দ্রক্ষণ। অবিশ্বাস্য সে মুহূর্ত। ডি মারিয়ার একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েই বিজয়য়ী দলের অধিনায়ক হিসেবে শিরোপা হাতে তুলে নিতে পারলেন লিওনেল মেসি।আর্জেন্টিনা বনে গেল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন।