রেকর্ডঃ একদিনে ৮৮২২ জন শনাক্ত এবং মৃত্যু আরও ১১৫

0
46
একদিনে ৮৮২২ জন শনাক্ত এবং মৃত্যু আরও ১১৫
একদিনে ৮৮২২ জন শনাক্ত এবং মৃত্যু আরও ১১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  ২য়  সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৫ জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনের। আগেরদিনের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে। 

করোনায় এর আগে গত ২৭ জুন এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়।

 স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮২২ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৪৩ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৫, ৪১ থেকে ৫০ বছরের ১৭, ৩১ থেকে ৪০ বছরের ১২ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন রয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৪ হাজার ৫০৩ জন করোনায় মারা গেলেন।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন।