
কোপা মিশনে ভেনিজুয়েলাকে হারিয়ে জয়ের ধারা টিকিয়ে রেখেছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। বরাবরের মতোই এ দিন দেখা যায় নেইমারের আরেকটি অসাধারণ প্রদর্শনী।
পেরুর বিপক্ষে গোল করে ইতিহাস গড়ার আরেকটু কাছে এগোলেন নেইমার। ম্যাচ শেষে আনন্দ অশ্রু নিয়ে নেইমার বললেন, দেশের ইতিহাসের অংশ হতে পারা তার জন্য দারুণ সম্মানের।
প্রথমার্ধে সান্দ্রোর গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলকে দ্বিতীয়ার্ধে গোলের আন্দন্দে ভাসান নেইমার। ম্যাচের শেষ মূহুর্তে তৃতীয় গোলটি করেন রিবেইরো। অতিরিক্ত সময়ে স্কোরলাইন ৪-০ করেন চার্লিশন।
ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি ৬৮তম গোল। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে কিংবদন্তি পেলেকে ছুঁতে প্রয়োজন আর মাত্র ৯ গোল। সর্বকালের সেরা ফুটবলারদের একজন পেলে দেশের হয়ে করেছেন ৭৭ গোল।
রিও দে জেনেইরোতে শুক্রবার পেরুর বিপক্ষে ম্যাচের পর কান্নাভেজা কণ্ঠে তিনি বললেন, “ ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই আমার জন্য দারুণ সম্মানের। পুরোপুরি সত্যি বলতে, আমার স্বপ্ন ছিল কেবল ব্রাজিলের হয়ে খেলা, এই জার্সি গায়ে চাপানো। কখনও কল্পনাও করতে পারিনি এতটা দূর পৌঁছতে পারব।”
“ আমার জন্য এটি খুবই আবেগময়। গত দুই বছরে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। অনেক কঠিন ও জটিল সব বিষয়। কিন্তু আমার দেশ ও পরিবারের প্রতিনিধিত্ব করে যে খুশি আমি পাই, সেসবের তুলনায় এসব পরিসংখ্যান কিছুই না।”
“ এখন আমরা খুব অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। শুধু ব্রাজিলে নয়, গোটা বিশ্বের জন্যই কঠিন সময়। এমন সময়ে কাউকে প্রেরণা জোগাতে পারা, সবাইকে খুশি করতে পারা দারুণ তৃপ্তির।”
টানা দুই জয়ে “এ” গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। পয়েন্ট ৬। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।