
দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে পা রাখল ফিফা র্যাংকিংয়ের বর্তমান নাম্বার ওয়ান দল বেলজিয়াম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম।
এ ম্যাচে ইনজুরি থেকে ফিরেই নায়ক বনে যান কেভিন ডি ব্রুইনা। দল শুরুতে পিছিয়ে পড়ার পরও একটি গোলে সহায়তা করে নিজে একটি গোল করে জয় নিশ্চিত করেন।
খেলার প্রথম দিকে বেশ কিছু সুযোগ তৈরি করে ডেনমার্ক তবে গোল আদাই করতে পারে নি তারা। অপরদিকে বেলজিয়াম তেমন কোন আক্রমন করতে পারে নি। অবশ্য বিরতির পর আক্রমনে ফিরে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে সমতায় ফেরে দলটি।
রোমেলু লুকাকুর পাস থেকে দেন কেভিন ডে ব্রুইনেকে। চোট কাটিয়ে ফেরা এই মিডফিল্ডার তোরগান হ্যাজার্ডের দিকে বল বাড়িয়ে দেন। আর ফাঁকায় বল পেয়ে বাকি কাজ সারতে কোনো সমস্যা হয়নি হ্যাজার্ডের। পরে ৭০তম মিনিটে ডি ব্রুইনার গোলেই জয় নিশ্চিত করে বেলজিয়াম। সতীর্থের পাস থেকে ২০ গজ দূর থেকে দারুণ এক জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বেলজিয়াম। তবে টানা দ্বিতীয় হারে পরের রাউন্ডে ওঠার পথটা ভীষণ কঠিন হয়ে পড়ল ডেনমার্কের। আগামী সোমবার নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম। রাশিয়া ও ডেনমার্ক একই দিন মুখোমুখি হবে।