৭ মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার

0
47
৭ মার্চের
৭ মার্চের ভাষণ নিয়ে বঙ্গবন্ধুর সাক্ষাৎকার

১৯৭২ সালের ১৮ জানুয়ারি ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই সাক্ষাৎকারে ৭ মার্চের ঘটনা বর্ণনা করেন বঙ্গবন্ধু। 

ফ্রস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে জানতে চেয়েছিলেন, ‘আপনার কি ইচ্ছা ছিল যে তখন ৭ মার্চ রেসকোর্সে আপনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা দেবেন?’

প্রশ্নের উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমি জানতাম এর পরিণতি কী হবে এবং সভায় আমি ঘোষণা করি যে এবারের সংগ্রাম মুক্তির, শৃঙ্খল মোচন এবং স্বাধীনতার।’

ফ্রস্টঃ ‘আপনি যদি বলতেন, আজ আমি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা করছি, তো কী ঘটতো?’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঃ ‘বিশেষ করে ওই দিনটিতে আমি এটা করতে চাইনি। কেননা, বিশ্বকে তাদের আমি এটা বলার সুযোগ দিতে চাইনি যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং আঘাত হানা ছাড়া আমাদের আর কোনও বিকল্প ছিল না। আমি চাইছিলাম তারাই আগে আঘাত হানুক এবং জনগণ তা প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল।

৭ মার্চ এর ভাষণের ১৮ দিন পর ২৫ মার্চ কালরাতে ঢাকা শহরে গণহত্যার মাধ্যমে নিরীহ নিরস্ত্র বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। মুক্তি যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ৯ মাসের রক্তাক্ত যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল। বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল।

কেরানীগঞ্জ প্রতিনিধি

রাজিব হোসেন