৬৯তম ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

0
15
৬৯তম ফিল্মফেয়ার
৬৯তম ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘টুয়েলভথ ফেল’ সেরা চলচ্চিত্রের খেতাব জয় করে। এবার শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়।

রবিবার (২৮ জানুয়ারি) ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপুর্ন পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়৷

এবার তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে ‘স্যাম বাহাদুর’। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘টুয়েলভথ ফেল’। একই সাথে সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন বিধু বিনোদ চোপড়া। ‘অ্যানিম্যাল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য আলিয়া ভাট হয়েন সেরা অভিনেত্রী।

‘ডানকি’ সিনেমায় অভিনয়ের জন্য এবার সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি। সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী ‘টুয়েলভথ ফেল’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। ‘মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।