পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বুধবার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পেশ করেছেন। এদিন নিয়ম মেনে তার সঙ্গে পেশ করেছেন হলফনামা।
তিনি এতে নিজের মোট সম্পদের পরিমাণ তুলে ধরেছেন। এবারের দেওয়া হলফনামার সঙ্গে গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর হলফনামার তুলনা করে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ কমে হয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধেক।
জানা গেছে, মমতা যে হলফনামা পেশ করেছেন তাতে তিনি নিজের মোট সম্পদের পরিমাণ জানিয়েছেন ১৬.৭২ লক্ষ রুপি। যা গত বিধানসভা নির্বাচনে পেশ করা সম্পদের প্রায় অর্ধেক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তর সম্পদের পরিমাণ ৩০.৭৫ লক্ষ রুপি বলে জানিয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সম্পদ কমেছে প্রায় ৪৫.১ শতাংশ।
উল্লেখ্য, রাজনৈতিক নেতাদের গুণিতক হারে সম্পদ বৃদ্ধিটাই যেখানে সব সময় দেখা যায় সেখানে কমে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পদ। বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। রাজনৈতিক বিশেষজ্ঞরা ভারতের রাজনীতিতে নজির বলে মনে করছেন এই ঘটনাকে।