৪ টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

0
45

২০২০-২১ অর্থ বছরে  একাদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে  সম্পূরক বাজেটসহ পাস হওয়া ৪ টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

আজ বৃহস্পতিবার (২৪ জুন) তিনি বিলগুলোতে স্বাক্ষর করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিলগুলো হলো নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১।

সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রপতি স্বাক্ষর করায় বিলগুলো আইনে পরিণত হয়েছে।