৩৯ বছর বয়সী ফেডেরার, উইম্বলডনের ৪৬ বছরের রেকর্ড ভেঙ্গে ৩য় রাউন্ডে

0
32
৩৯ বছর বয়সী ফেডেরার উইম্বলডনের ৪৬ বছরের রেকর্ড ভেঙ্গে ৩য় রাউন্ডে
৩৯ বছর বয়সী ফেডেরার উইম্বলডনের ৪৬ বছরের রেকর্ড ভেঙ্গে ৩য় রাউন্ডে

সুইস তারকা ফেডেরার যিনি  ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সর্বকালের সেরাদের তালিকায় নিজের স্থান করে  নিয়েছেন তিনি। কিংবদন্তি রজার ফেডেরার বৃহস্পতিবার ফরাসি তারকা রিচার্ড গ্যাসকে-কে স্ট্রেট সেটে হারিয়ে,  উইম্বলডনের ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে, তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন।

এর আগে ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কেন রোজ়ওয়েল যখন অল ইংল্যান্ড ক্লাবে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন, তাঁর বয়স ছিল ৪০ বছর। ঠিক ৪০  ছুঁই ছুঁই ফেডেরার সেই কীর্তি স্পর্শ করলেন। 

এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেদেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিপক্ষ