৩০০ টাকাই মজুরি চান চা শ্রমিকরা

0
75
৩০০ টাকাই মজুরি চান চা শ্রমিকরা
৩০০ টাকাই মজুরি চান চা শ্রমিকরা

আবারও রাস্তায় নেমেছেন সিলেট ভ্যালির চা শ্রমিকরা। সিদ্ধান্ত বদলে ৩০০ টাকা মজুরির দাবিতে ওসমানী বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা।

রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন।

এর আগে শনিবার (২০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলে শ্রম অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন শ্রমিক নেতারা। পরে ১৪৫ টাকা মজুরি ধার্য হলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।

পরে বিকেলে এ সিদ্ধান্তের বিপরীতে চলে যান শ্রমিকরা। তাদের মধ্যে ১৪৫ টাকা মজুরি সিদ্ধান্তে অসন্তুষ্টি দেখা দেয়। ৩০০ টাকা মজুরির দাবিতে দেখা দেয় বিভক্তি। পরে তাদের পক্ষ নিয়ে রাতেই নিজেদের ভোল পাল্টে ফেলেন নেতারা। ঘোষিত সিদ্ধান্ত বাদ দিয়ে নতুন করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

খালি গায়ে রং দিয়ে ‘মজুরি ৩০০ টাকা চাই’, ‘প্রতারণার চুক্তি মানি না মানব না’, ‘এবারের সংগ্রাম চলবেই’ লিখে রাজপথে অবস্থান নেন শ্রমিকরা। নগরের উপকণ্ঠ লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকার ওসমানী বিমানবন্দরের সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। কিন্তু প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেয়নি।