
নির্বাচনে ৩০০ আসনে কোন দল কত আসন পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন। দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তিনশত আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন লাভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছে।
এ ছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২ টি আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা।