আগামী ৩০শে জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তার সংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকাল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। গত ৭ই জানুয়ারির নির্বাচনের পর এটি নতুন সংসদের প্রথম দিন। সংসদে ২২২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগ। টানা চতুর্থবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।
এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং ৬২ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব করবেন। নতুন সংসদের ২৯৮ জন সদস্য গত ১০ই জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। পরদিন সন্ধ্যায় সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
দলীয়ভাবে সংসদ সদস্যের সংখ্যায় জাতীয় পার্টি এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে স্বতন্ত্র এমপির সংখ্যা তাদের ছয়গুণ বেশি হওয়ায় প্রধান বিরোধী দল কে হবে, সেই আলোচনা চলছে ভোটের পর থেকেই। নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
পরে অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদেও আওয়ামী লীগ স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের মনোনীতরাই এসব পদে বিজয়ী হবেন।
সংসদের প্রথম দিন স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতুবি রাখা হবে। ওই সময় সংসদে অবস্থানরত প্রেসিডেন্টের কাছ থেকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন। পরে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের বৈঠক।