
সাড়ে ২৩ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল দিক থেকে দুটি ট্রেন একযোগে ফার্মগেট স্টেশনে পৌঁছায়।
এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বেলা ১১টা থেকে পূর্ণ রুটে মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে।
সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয় স্টেশনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনে যাত্রী তুলনামূলক কম থাকলেও মতিঝিলগামী ট্রেনে ছিল ভিড়। নির্ধারিত সময়েই ট্রেন দুটি ফার্মগেট স্টেশন থেকে পুনরায় যাত্রা শুরু করে। তবে স্টেশনে ট্রেনগুলোর গতি কিছুটা ধীর ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।


