বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি জানিয়েছেন, এ মাসের ২২শে ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।
জানা গেছে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা ৭০ লাখ ভ্যাকসিনের মধ্যে এ পর্যন্ত ব্যবহৃত হয়েছে ৯ লাখ। তিন ব্যাচের এসব ভ্যাকসিনের অধিকাংশের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে, বাকিগুলোর জুনে।
তবে এ মাসের শেষ সপ্তাহে যে চালান আসছে, তাতে কিছু কম থাকতে পারে বলে জানিয়েছে বেক্সিমকোর ঊর্ধ্বতন পর্যায়ের একটি সূত্র। কারণ হিসেবে জানা যায়, পূর্বে আনা ভ্যাকসিনগুলো শেষ না হওয়ায় সরকার আরো হিসেবনিকেশ করছে। মেয়াদ শেষ হওয়ার আগেই হাতে থাকা ভ্যাকসিনগুলোর ব্যবহার নিশ্চিত করতে চাইছে সরকার।