২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে 

0
67
২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে 
২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে 

২১ ফেব্রুয়ারি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক বিভিন্ন এলাকায় বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হওয়া যাবে। শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে।

এদিকে, এদিন সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দু’জন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চু্য়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এ বছরও এসব নির্দেশনা দেওয়া হয়।

২১ ফেব্রুয়ারি যে সব রাস্তাগুলো বন্ধ থাকবে

  • বকশিবাজার-জগন্নাথহল ক্রসিং সড়ক।
  •  চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক।
  •  টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং।
  • উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং (ফুলার রোড)।