২০ বছর পর আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যগ করেছে যুক্তরাষ্ট্র

0
47
২০ বছর পর আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যগ করেছে যুক্তরাষ্ট্র
২০ বছর পর আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যগ করেছে যুক্তরাষ্ট্র

“শুক্রবার(২ জুলাই) আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে ৷  ২০ বছর পর যুক্তরাষ্ট্র সেখান থেকে নিজ সেনাদের সরিয়ে আনে।”

কাবুল থেকে ৪০ কিলোমিটার দুরে অবস্থিত বাগরামের এ ঘাঁটিটি ছিল মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ৷ এখান থেকে তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো ৷ 

নাম প্রকাশ না করার শর্তে এক  মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছে৷ 

 তবে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ পেয়েছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।  

গত সপ্তাহ পর্যন্ত ১৯টি দেশ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়৷ ইতিমধ্যে জার্মানি, ইটালি ও পর্তুগাল সেখান থেকে সব সৈন্য ফিরিয়ে এনেছে৷

বিশ্লেষকরা ধারণা করেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে। তাদের দাবি, এর ফলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে৷