২০০ বছর ধরে কালী পূজা বামন ডাঙ্গা বড় বাড়িতে

0
14

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামন ডাঙ্গা মালো পাড়া বড় বাড়িতে ২০ অক্টোবর ২০২৫ তারিখে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই পূজা প্রায় ২০০ বছর জাবত উদযাপিত হয়ে আসছে আমাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব।

বড় বাড়ি যুব সংঘের পক্ষ থেকে সজীব বিশ্বাস ও নিরব বিশ্বাস অপরাজয়া নিউজ ২৪ এর বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধিকে জানান, “আমরা হিন্দু-মুসলিম সবাই মিলে এই উৎসব উদযাপন করি।

এটি আমাদের মিলনমেলা এবং সামাজিক ঐক্যের প্রতীক। ভক্তরা কালী পূজার তাৎপর্য ও ঐতিহ্য তুলে ধরেন তারা বলেন কালী পূজা মূলত দেবী কালীকে সমর্পিত। হিন্দু ধর্মে কালীকে অন্ধকার, দুশ্চরিত্র ও শত্রুর বিরুদ্ধে বিজয় এবং শক্তির প্রতীক হিসেবে পূজিত করা হয়।

এই পূজায় ভক্তরা দেবীর প্রতি ফুল ও প্রদীপ দেন প্রার্থনা করেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী অঞ্চলে কালী পূজা দুর্গাপূজার সঙ্গে সামঞ্জস্য রেখে উদযাপিত হয়।
স্থানীয় উৎসবে সাধারণত পূজা অনুষ্ঠিত হয় রাতের বেলা।

ভক্তরা মন্ত্রপাঠ, প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবীর আরাধনা করেন। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক ঐক্য এবং সম্প্রদায়ের মধ্যে মিলনের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।
উৎসবের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.