১৭ জুন প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা

0
35
১৭ জুন প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা
১৭ জুন প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। চুয়েট, কুয়েট ও রুয়েটে আসন সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৩৫টি, ১ হাজার ৬৫টি ও ৯৩১টি। চুয়েট, কুয়েট ও রুয়েটের প্রত্যেক কেন্দ্রে (ক ও খ গ্রুপে) ৮ হাজার ৩২৬ জন করে পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ‘ক’ গ্রুপে ২২ হাজার ৮৯২ জন এবং ‘খ’ গ্রুপে ২ হাজার ৮৮ জন।