১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে বিকা‌শের লেনদেনে নি‌ষেধাজ্ঞা

0
28
১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে বিকা‌শের লেনদেনে নিষেধাজ্ঞা
১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে বিকা‌শের লেনদেনে নিষেধাজ্ঞা

ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে  বিকা‌শের লেনদেনে লেনদেন বন্ধ করে দিয়েছে  দেশের মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। শনিবার (১৭ জুলাই) বিকাশের ওয়েবসাইট  https://www.bkash.com/bn/notice এ  এক বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে এ সেবা বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইভ্যালি সহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে   বিকাশ এর পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। রেগুলেটরি নীতিমালা অনুযায়ী পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পর পুনরায় বিকাশ পেমেন্ট সেবা চালু করা হবে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি , আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

এর আগে বেশ কিছু ব্যাংক ইভ্যালির সঙ্গে তা‌দের ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থ‌গিত করে। এর ম‌ধ্যে র‌য়ে‌ছে ডাচ-বাংলা ব্যাং‌ক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এম‌টি‌বি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক। পাশাপাশি ইউসিবি ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের এসব অনলাইন মার্চেন্টে লেনদেনের বিষয়ে সতর্ক করেছে।

এছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে গত ১৪ মার্চ পর্যন্ত ইভ্যালির নেওয়া অগ্রিম ৩৩৯ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।