হ্যাট্রিকের পথে তৃণমূল তারকাপ্রার্থী দেব

0
43
হ্যাট্রিকের পথে
হ্যাট্রিকের পথে তৃণমূল তারকাপ্রার্থী দেব

লোকসভা নির্বাচনে জোরকদমে চলছে ভোট গণনা। এই কেন্দ্রে তৃতীয়বারের মতো ভোটে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব। দেবের বিপরীতে ঘাটাল থেকে বিজেপির হয়ে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়। হ্যাট্রিকের পথে হাঁটছেন তৃণমূল তারকাপ্রার্থী দেব।

১২টা নাগাদ ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন দেব।

মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে।  ঝাড়গ্রামেও ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।