হিট স্ট্রোকে কনস্টেবলসহ আরো ৯ জনের মৃত্যু

0
114
একদিনে হিট স্ট্রোকে ১৭ জনের মৃত্যু
একদিনে হিট স্ট্রোকে ১৭ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ বিভিন্ন জেলায় তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। একই সাথে অধিক গরমে হিট স্ট্রোকে মৃত্যুের সংখ্যাও বেড়ে চলছে।

গতকাল মঙ্গলবার একজন পুলিশ কনস্টেবলসহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত চার দিনে সারাদেশে হিট স্ট্রোকে মারা গেছে ৩৩ জনের বেশি।

গতকাল ঈশ্বরদী, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী, মংলা ও খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। ৪১ জেলার তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, টানা ভারী বর্ষণ ছাড়া এই দাবদাহ পরিস্থিতির উন্নতি হবে না।