বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, হাসিনা ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, এটা পুরোপুরি মিথ্যা।’
এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়ের বলেন, ‘আমাদের মোটেই কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের জড়িত থাকা নিয়ে সব প্রতিবেদন বা গুজব এবং মিথ্যা।’
ভারতের ইকোনমিক টাইমসে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে তিনি অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বঙ্গোপসারের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চেয়েছিল।
পত্রিকাটি জানায়, হাসিনাকে তার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে ওই বার্তা জানানো হয়েছিল বলে দাবি করা হয়।
হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার এক্সে এক পোস্টে বলেন, হাসিনা এ ধরনের বক্তব্য কখনো দেননি।
হোয়াইট হাউস জানায়, ‘আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবে, আমাদের অবস্থান সেইটি।