সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মরদেহ আগামী রোববার (১৩ মার্চ) বাংলাদেশে পৌঁছাবে।
শুক্রবার (১১ মার্চ) রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে রোববার তার্কিশ এয়ারলাইন্সে করে মরদেহ দেশে আনা হবে। রোববার রাত আটটার দিকে মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।