জামিনের পর প্রথমবার হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে তার এই উপস্থিতি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে কালো রঙের একটি গাড়িতে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন।
এদিন আদালত চত্বরে প্রবেশের সময় গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান নায়িকা। এ সময় তার হাতের তালুতে মেহেদীর রঙে ‘… মি মোর’ লেখাটি চোখে পড়ে।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। এরপর তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট জামিন পান তিনি।
তাকে আটকের সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করার ঘটনায় পরেরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
যদিও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেছেন, পরীমনির বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভুয়া।