সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (২ এপ্রিল) একটি অনুষ্ঠান শেষ করে পুনে থেকে মুম্বাইয়ে বাড়ি ফিরছিলেন। এই সময় বাসের সঙ্গে দু’টো গাড়ির সংঘর্ষ হয় এবং তাদের একটি মালাইকার গাড়িতে আঘাত করে।
এদিকে আহত অবস্থায় মালাইকাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার সিটি স্ক্যান করা হয়েছে। এই অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে তার বোন অমৃতা আরোরা বলেন, ‘মালাইকা আগের চেয়ে ভালো আছেন। তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
রোববার হাসপাতাল থেকে মালাইকাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে হাসপাতালে কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, ‘মালাইকা কপালে সামান্য আঘাত পেয়েছেন। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এবং তিনি এখন ঠিক আছেন। রোববার তাকে ছাড়পত্র দেওয়া হবে।’